শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ১২ এপ্রিল ২০২৫ ১১ : ১১Krishanu Mazumder
কৃশানু মজুমদার: মাঠে রক্ত ঝরিয়ে হোসে মোলিনাকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি। আজ সেই তিনিই সুদূর পর্তুগাল থেকে নজর রাখবেন তাঁর পুরনো 'হেডস্যর'-এর দিকে। তিনি হেনরিকে সেরেনো। শনি সন্ধ্যায় যুবভারতী উত্তাল হবে। আইএসএল ফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু লড়াই দেশের ফুটবলের সেরা বক্স অফিস।
২০১৬-র সেই রক্তস্নাত ফাইনাল নিশ্চয় মনে রয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচ মোলিনার। মনে রয়েছে এদেশের ফুটবলপাগলদের। মোলিনা তখন এদেশের ফুটবলে আগন্তুক।
আইএসএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় সঞ্জীব গোয়েঙ্কার অ্যাটলেটিকো দ্য কলকাতা। আন্তোনিও লোপেজ হাবাস সেই জয়ের রূপকার ছিলেন। পরের বছর ব্যর্থ হয় এটিকে। ২০১৬-য় দলের রিমোট কন্ট্রোল এসে পড়ে হোসে মোলিনার হাতে। তার পরের ঘটনা ইতিহাস।
৯ বছর পরে সেই মোলিনাই এখন মোহনবাগানের স্বপ্নের সওদাগর। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছেন সবুজ-মেরুন সমর্থকরা। দ্বিতীয় বার আইএসএল জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি। অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছে তাঁর সবুজ-মেরুন ব্রিগেড। মনে করিয়ে দিচ্ছে, সেই মিডাস রাজার কথা। মোলিনাই কি সেই মিডাস রাজা? যাঁর ছোঁয়ায় সোনা ফলছে? হয়তো তাই।
শনি-সন্ধ্যায় মোলিনা যখন যুবভারতীতে নামবেন, তাঁর পর্তুগিজ শিষ্য ভাসবেন নস্ট্য়ালজিয়ায়। ফিরে যাবেন ২০১৬-র সেই ফাইনালে।
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পিছিয়ে পড়েছেন মোলিনার ছেলেরা। সেই সময়ে সেরেনো সমতা ফেরান দলের হয়ে। তাঁর কপাল ফেটে রক্ত ঝরেছিল সেদিন। মাথায় ব্যান্ডেজ বেঁধে দাঁতে দাঁত চেপে তিনি লড়ে গিয়েছিলেন মোলিনার জন্য। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ থাকার পরে, ম্যাচের নিষ্পত্তি হয়েছিল পেনাল্টি শুট আউটে। চ্যাম্পিয়ন হয়েছিল হোসে মোলিনার দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলা সেরেনো তাঁর প্রাক্তন কোচ মোলিনা সম্পর্কে আজকাল ডট ইন-কে বলছেন, ''মোলিনা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ। সব সময়ে সিরিয়াস থাকতেন। ফাইনাল জেতার পরে মোলিনার মুখে প্রথমবার হাসি দেখেছিলাম।''
মোলিনা এখন বদলেছেন অনেকটাই! আপুইয়ার দুর্ধর্ষ গোল দেখে তিনি মাঠের ভিতরেই শিশুর আনন্দে মেতে ওঠেন। ফাইনালে তাঁর হাতে যে কি তাস লুকিয়ে রয়েছে, তা একমাত্র তিনিই জানেন। সেরেনো বলছেন, ''পুরোদস্তুর পেশাদার কোচ মোলিনা। দশে দশ দেব আমি। আমি নিশ্চিত বেঙ্গালুরুর বিরুদ্ধে অন্য মোলিনাকে দেখা যাবে।''
২০১৬-র পর কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। মোলিনার প্রাক্তন শিষ্য সেরেনো এখন ফুটবল ছেড়ে প্রশাসনে। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের দল এভিএস ফুটেবল স্যাড দলের প্রেসিডেন্ট। দু'বার আইএসএল খেতাব জিতেছেন তিনি।
প্রথমবার মোলিনার এটিকে-র হয়ে। দ্বিতীয় বার চেন্নাইয়িনের জার্সিতে। সেরেনো আইএসএলের প্রতিটা ম্যাচ এখনও দেখেন। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের মান বেড়েছে বলেই মনে করেন তিনি। পর্তুগিজ ডিফেন্ডার ফিরে যাচ্ছেন তাঁর ফেলে আসা সময়ে। মোলিনা-বন্দনা করে বলছেন, ''মোলিনা নিজের লক্ষ্যে অবিচল থাকেন। ওঁর মানসিকতাই অন্যরকমের। সফল হওয়ার জন্য সবসময়ে বাকিদের উৎসাহ জোগান। এরকম একজন কোচ যদি দলে থাকেন, তাঁর জন্যই নিজেকে উজার করে দেওয়া যায়।''
সেবারের ফাইনালে মাঠে লড়েছিল কেরালা ব্লাস্টার্স ও অ্যাটলেটিকো দ্য কলকাতা। গ্যালারিতে লড়াইটা ছিল শচীন তেণ্ডুলকর বনাম সৌরভ গাঙ্গুলির। দু' দলের প্রথম একাদশে ছিলেন একাধিক বাঙালি ফুটবলার। সেরেনো নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন মোহনবাগান শিবিরে। মোলিনার প্রাক্তন শিষ্য বলছেন, ''পরাজিতদের কেউ মনে রাখে না। জয়ীদের কথাই মনে থেকে যায় চিরকাল। আমরা জিততে চেয়েছিলাম, জিতে মাঠ ছেড়েছিলাম। তোমরাও একই ভাবে জয় এনে দাও।'' ফাইনালের আগে সেরেনোর মন্ত্রেই নিশ্চয় কামিন্স-শুভাশিসদের দীক্ষিত করেছেন মোলিনা।
আজ দেশের শ্বাস প্রশ্বাসে মোহনবাগান। মোহনবাগানের নিঃশ্বাসে হোসে মোলিনা।
নানান খবর
নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?